করোনায় মারা গেলেন অতিরিক্ত সচিব তৌফিকুল আলম

প্রকাশিত: ২২ মে ২০২০, ০৮:৩৬ পিএম
কারোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অতিরিক্ত সচিব মোঃ তৌফিকুল আলম (ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার তিনি মারা যান। কৃষিবিদ ইন্সটিটিউটের মহাসচিব খাইরুল আলম প্রিন্স মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষিবিদ তৌহিদুল আলম আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এদিকে তার মৃত্যুতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অফিসিয়াল প্যাডে মহাসচিব খায়রুল আলম প্রিন্স স্বাক্ষরিত এক শোক বিবৃতি প্রকাশ করেন। শোক বিবৃতিতে বলা হয়, আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৮২ ব্যাচের সাবেক ছাত্র, অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার ২২ মে, ২০২০ সকাল ১০.৩০টায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে পরম করুনাময় আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন মরহুমের শোক সম্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার তৌফিক দান করেন, আমিন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: