বাড়ি থেকে পালিয়ে গেল করোনা আক্রান্ত ব্যক্তি

প্রকাশিত: ২৪ মে ২০২০, ০৭:৩৪ পিএম
বাড়ি থেকে পালিয়ে গেছেন করোনা আক্রান্ত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে। নারায়ণগঞ্জ ফেরত ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির শনিবার নমুনা পরীক্ষায় পজিটিভ হলে প্রশাসন তার বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে। তার পালিয়ে যাওয়ার মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি বেড়ে গেছে। সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জে রিকশা চালাতেন। এক সপ্তাহ আগে নিজ বাড়িতে ফিরলে তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। নমুনা পরীক্ষায় পজিটিভ হলে স্বাস্থ্য বিভাগ তাকে শনিবার রাত থেকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করায়। রাতেই তিনি বাড়ি থেকে পালিয়ে যান। সকালে বিষয়টি টের পেয়ে আমরা প্রশাসনকে অবগত করি। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: