সৌদি আরবের জেদ্দায় ফের লকডাউন

প্রকাশিত: ০৬ জুন ২০২০, ০৫:৫২ পিএম
ঈদের ছুটির পর থেকেই লকডাউন কড়াকড়ি শিথিল করার ঘোষণা দিয়েছিল সৌদি আরব। ২১ জুন থেকে পবিত্র মক্কা নগরী ব্যতীত সারা দেশে কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানায় দেশটির কর্তৃপক্ষ। গত ২৬ শে মে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এসব তথ্য জানিয়েছিল। কিন্তু দেশটিতে লকডাউন শিথিলের পর করোনার প্রকোপ ব্যাপকহারে বেড়েছে। তাই আজ শনিবার (৬ জুন) থেকে নতুন করে লকডাউন দেয়া হয়েছে সৌদি আরবের জেদ্দায়। এর আওতায় দুপুর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউও জারি থাকবে অঞ্চলটিতে। এ বিষয়ে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 'অন্তত আগামী দু’সপ্তাহ কার্যকর থাকবে এ নির্দেশনা। ফলে এ ক’দিন মসজিদে নামাজ পড়তে পারবেন না জেদ্দাবাসী। সরকারি-বেসরকারি খাতে কর্মরত সব পেশাজীবীদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। রাজধানী রিয়াদেও জনসমাগম বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে প্রশাসন।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: