ভারতে একদিনে সাড়ে ১৯ হাজার মানুষ আক্রান্ত

প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ০৩:৩৮ পিএম
করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ৪৩৮ জনের মৃত্যু হয়েছে ভারতে। মোট প্রাণহানি ১৭ হাজার ৮০০ ছাড়িয়েছে। ১৯ হাজার ৪০০ নতুন সংক্রমণের পর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ। সংক্রমণে চতুর্থ অবস্থানে থাকা দেশটিতে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। রাজ্যটিতে আরও ২৪৫ জনের মৃত্যুর পর প্রাণহানি দাঁড়িয়েছে ৭ হাজার সাড়ে ৮০০-এর ওপর। একদিনে প্রায় ৪ হাজার ৯০০ মানুষের দেহে শনাক্ত হয়েছে। তামিলনাড়ুতে একদিনে সংক্রমিত প্রায় ৪ হাজার। রাজধানী নয়াদিল্লিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজারের বেশি। এদিকে বিহারে একটি বিয়ের আসরে অংশগ্রহণকারী শতাধিক মানুষের দেহে মিলেছে করোনার উপস্থিতি। দু’সপ্তাহ আগে আলোচিত ওই বিয়ের দু’দিনের মাথায় মৃত্যু হয় করোনা আক্রান্ত বরের।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: