ভারতে একদিনে ৬৭ হাজার মানুষ করোনাক্রান্ত

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২০, ০১:০১ এএম
প্রাণঘাতী করোনাভাইরাসে লণ্ডভণ্ড পার্শ্ববর্তী দেশ ভারত। দেশটিতে সংক্রমণের গতি যেন আরো অপ্রতিরোধ্য হয়ে উঠছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৬৭ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬৬ হাজার ৯৯৯ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৯৭ হাজার ৪০৩ জন। একইদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৪২ জনের। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৪৯ জন। মৃত্যুর নিরিখে স্পেন, ফ্রান্স, ইতালিকে পেছনে ফেলে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে ভারত। যদিও মৃত্যুর হার ওই সব দেশগুলোর তুলনায় ভারতে অনেকটাই কম। দেশটিতে করোনা রোগী শনাক্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত পাঁচ লাখ ৪৮ হাজার ৩১৩ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৩ লাখ ১৪ হাজার ৫২০ জন। সংক্রমণ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে এখন মোট আক্রান্ত ২ লাখ ৫৪ হাজার ১৪৬ জন। এদিকে আক্রান্তের সংখ্যা বাড়লেও, করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক বলে মনে করছেন দেশটির কর্তৃপক্ষ। প্রতিদিন সুস্থ হয়ে ওঠার হারটাও বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ১৬ লাখ ৯৫ হাজার ৯৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে সুস্থতার হার ৭০ দশমিক ৭৬ শতাংশ।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: