দীর্ঘ বন্ধ ক্যাম্পাস, দুশ্চিন্তা বাড়াচ্ছে শিক্ষার্থীদের

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২০, ১০:৫৩ পিএম
কামরুল হাসান অভি, রাবি থেকে: ক্যাম্পাস বন্ধ যতই দীর্ঘ হচ্ছে শিক্ষার্থীদের দুশ্চিতা দিন দিন ততই বাড়ছে। হলের রুমে উই পোকায় কেটেছে মূল সনদ, মার্কশিট। এদিকে বন্ধ হলের বারান্দা থেকে সাইকেল চুরির অভিযোগ। আর পাশের মেসগুলোতে অব্যাহত চুরি। এরকম ঘটনার পরে আদৌ প্রয়োজনীয় কাগজসহ জিনিপত্রের হেফাজত হবে কিনা সেসব দুশ্চিন্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বশেষ সোমবার রাতে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী অতিথি ছাত্রাবাসে শিক্ষার্থীরা এসে দেখেন তাদের রুমের চুরি হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ তছনছ করা হয়েছে পুরো মেস। এর আগে গত শনিবার আবাসিক হলের রুমে সনদপত্র পোকায় কাটার ঘটনা জানান ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান বাবু। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যলয়ের শহীদ জিয়াউর রহমান হলের ১৩৪ নম্বর কক্ষে থাকতেন। আক্ষেপের সাথে বাবু জানান, সব কেটে ফেলেছে। রুমের চাবি আর আইডি কার্ড দিয়ে অন্য কাউকে দিয়েও ওগুলো আনতে চাইছিলাম। অনেকে বলেছে এভাবে নিতে দিবেনা। এরই মধ্যে লকডাউন শুরু হওয়ায় আর যাওয়া হয়নি। এরই মধ্যে যা হবার হয়ে গেছে। পোকায় কেটে ফেলেছে বইপত্র,তোষক সব বলে জানান তিনি৷ এদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ১১৯ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী নুর ফয়েস ফেসবুক পোস্টে জানিয়েছেন তার তোশক উইপোকায় কেটেছে। শুধু উই পোকা কাটা নয়। বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরি গেছে বলে দাবি করছেন ভুক্তভোগী এম. এইচ. আর হাবীব খান। সে বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ক্যাম্পাস ছাড়ার আগে মসজিদের সামনে সাইকেল রাখছিলেন বলে দাবি করেন। পরবর্তীতে গত ১৩ ই আগষ্ট রাজশাহীতে আসলে তিনি হলে যান। হল প্রাধ্যক্ষের অনুমতিক্রমে তিনি হলে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজ ও জিনিসপত্র কাপড়চোপড় নিয়ে সাইকেল নিতে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরও পাননি বলে অভিযোগ করেন। একের পর এক এসব ঘটনার পর দুশ্চিন্তার কথা জানিয়ে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী আবু হুরায়রা রাইহান ফেসবুকে মন্তব্য করেছেন তিনি হলের ২১৬ নম্বর রুমে থাকেন। বইয়ে ময়লা জমার ভয়ে তোশক দিয়ে ঢেকে রেখে এসেছেন। তবুও কি হবে চিন্তা করে দুশ্চিন্তা বাড়ছে তার। এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, হলের রুমগুলো তালাবদ্ধ। শিক্ষার্থীরা যাওয়ার আগে তালা মেরে গেছে তাই ভেতরে কি হচ্ছে সে বিষয়ে আমরা জানতে পারবো না। তবুও রুমের বাইরে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রভোস্টদেরকে অনুরোধ জানিয়েছি৷ এছাড়া পাশের মেসগুলোতে চুরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মেসগুলোতে চুরির দায় মেস মালিকদের। মেসগুলোতে শিক্ষার্থীদের ঢুকতে দেওয়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করছে তারা। অন্যদিকে মেসের নিরাপত্তা রক্ষা করতে পারছে না। এসবের দায়িত্ব সংশ্লিষ্ট মেস মালিককে নিতে হবে বলে জানান তিনি।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: