বগুড়ার শেরপুরে হঠাৎ সক্রিয় গরু চোর, আতঙ্কে এলকাবাসী

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২০, ১২:৩১ এএম
আব্দুল ওয়াদুদ, শেরপুর (বগুড়া) থেকে: বগুড়ার শেরপুরে সক্রিয় হয়ে উঠছে অস্ত্রধারী গরু চোর সিন্ডিকেট। গত কয়েক দিনে বিভিন্ন এলাকায় ১২ টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি বৃদ্ধি পাওয়ায় আতংকে রয়েছে এলাকার গরু পালনকারীরা। জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাকরখোলা গ্রামের ওইমুদ্দিনের ছেলে আলেফ আলীর বাড়ি ঘেরাও করে ২৬ আগস্ট বুধবার গভীর রাতে দেশীয় অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে আন্ত:জেলা গরু চোরের ১০/১২ জন সদস্য ২টি গাভি ও ২টি বাছুর চুরি করে নিয়ে যায়। এদিকে ভবানীপুর ইউনিয়নের ঘোগা গ্রামের ইনছাব আলীর ছেলে বেলাল তালুকদারের গোয়াল ঘরের তালা কেটে ২৫ আগস্ট মঙ্গলবার রাত ২ টার দিকে ২ টি গাভি ও ২ টি বকনা বাছুর চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। একই রাতে মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের আবজাল হোসেনের ছেলে সিএনজি চালক চান মিয়ার গোয়াল ঘর থেকে ১টি ষাঁর গরু ও ১টি বকনা গরু নিয়ে যায়। এছাড়াও চলতি মাসের প্রথম দিকে খানপুর ইউনিয়নের শুবলী গ্রামের মৃত আলহাজ্ব জবানী প্রামানিকের ছেলে কায় কোবাদের বাড়ি থেকে ২ টি দুগ্ধজাত গাভি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। প্রায় প্রতিদিন গরু চুরির ঘটনায় আতংকে রয়েছে ওই সকল এলাকার গরু পালনকারীরা। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বিডি২৪লাইভকে বলেন, গরু চুরির অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: