প্রতারণার দায়ে মানিকগঞ্জে চার স্বর্ণ ব্যাবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২০, ০১:৫৬ এএম
সাহিদুজ্জামান সাহিদ, মানিকগঞ্জ থেকে: মানিকগঞ্জে প্রতারণার অভিযোগে চার স্বর্ণের দোকানিকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা শহরের স্বর্ণের দোকানগুলোতে অভিযান চালিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল তাদের এ জরিমানা করেন। তিনি জানান, জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সার্বিক নির্দেশনায় স্বর্ণের দোকানে অভিযান চালানো হয়। এসময় ১৮/১৯ ক্যারেট স্বর্ণকে ২১ ক্যারেট বলে বিক্রির অভিযোগে প্রিয়াঙ্কা জুয়েলার্সকে ৭৫ হাজার, পাল জুয়েলার্সকে ৬০ হাজার, আহমেদ জুয়েলার্সকে ৩০ হাজার ও রাজধানী জুয়েলার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করবেনা এমন মুচলেকাও নেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক প্রবীর সরকার ও জেলা আনসার ব্যাটেলিয়ান উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: