পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২০, ০৪:১১ এএম
পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শিনজো অ্যাবের স্বাস্থ্যের অবনতি যাতে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় বিকেলে তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। জানান, তিনি শারীরিকভাবে সুস্থ নন। তিনি চান না, তার জন্য রাজনৈতিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভুল হোক। তাই সিদ্ধান্ত নেন পদত্যাগের। বলা হচ্ছে, তার অসুস্থতার কারণে যাতে সরকার পরিচালনার কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত না ঘটে, এজন্যই এ সিদ্ধান্ত ৬৫ বছর বয়সী প্রধানমন্ত্রীর। ৬৫ বছর বয়সী অ্যাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় আট বছর ধরে দায়িত্ব পালন করলেন। এর মধ্য দিয়ে এই নেতা জাপানের সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন। উত্তরসুরী নির্বাচিত না হওয়া পর্যন্ত ঠিক আরও কতদিন তাকে দায়িত্ব পালন করতে হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অ্যাবের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২১ সালের সেপ্টেম্বরে। তবে সম্প্রতি তার জনপ্রিয়তায় ধস নামে। সর্বশেষ এক জনমত জরিপে অ্যাবের জনপ্রিয়তা ৩০ শতাংশে নেমে এসেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: