টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২০, ০৫:০৮ এএম
পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ শুক্রবার (২৮ আগস্ট)। তিনটি ম্যাচই হবে ম্যানচেস্টারের ওল ট্রাফোর্ডে। প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ইংলিশ ওপেনার জেসন রয় সিরিজ থেকে ছিটকে গেছেন চোটে পড়ে। তার বদলে দলে জায়গা হয়েছে টম ব্যান্টনের। এছাড়া দলে ফিরেছেন ডেভিড মালান। অন্যদিকে পাকিস্তান দলে জায়গা হয়নি টেস্ট সিরিজে উপেক্ষিত থাকা সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। মোহাম্মদ আমিরের সঙ্গে পেস ইউনিটে আছেন শাহিন আফ্রিদি ও হারিস রৌফ। পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), ইফতিখার আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাহীন আফ্রিদি ও হারিস রৌফ। ইংল্যান্ড: টম ব্যান্টন, জনি বেয়ারস্টো (উইকেট রক্ষক) ডেভিড মালান, এউইন মরগ্যান (অধিনায়ক), স্যাম বিলিংস, মইন আলী, টম কারান, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও সাকিব মাহমুদ।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: