কিশোরীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে যুবক আটক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৭ পিএম
মোঃ মাসুদ রানা, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পঞ্চম শ্রেণীর এক স্কুল পড়ুয়া ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে এক বখাটেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মইদাম বাজারের উত্তর পার্শ্বে বিজয় বাবু মোড়ে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের মুকুল মিয়ার কিশোরী কন্যা মিনারা খাতুন (১২) নানার বাড়ী যাওয়ার পথে মইদাম বাজারের উত্তর পার্শ্বে বিজয় বাবু মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগে থেকেই ওৎ পেতে থাকা একই গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী মৃত মফিজ উদ্দিনের ছেলে আঃ রশিদ (৩৫) কিশোরীর গতি পথ রোধ করে জোরপূর্বক কথা বলা অবস্থায় এক পর্যায়ে অ্যাসিড ছুড়ে মারে। এমতাবস্থায় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং এসিড নিক্ষেপকারী বখাটে যুবককে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে এবং যুবকের নামে একটি মামলা দায়ের হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: