কর্মস্থলে যোগ দিয়েই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন নবনিযুক্ত উপাচার্য

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২০, ১০:০৪ পিএম
আশরাফুল আলম, বশেমুরবিপ্রবি থেকে: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কর্মস্থলে যোগ দিয়েই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী নিয়ে বঙ্গবন্ধুর সমাধিস্থলে (টুঙ্গিপাড়ায়) ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এ সময় তিনি নিরবতা পালন করে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন অনন্যসাধারণ এবং প্রতিশীল বিশ্ববরেণ্য নেতা। বিশ্বের স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর ও পথিকৃৎ এর অনন্য উদাহরণও তিনি।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: