বশেমুরবিপ্রবিতে ইইই এবং ইটিই বিভাগ একীভূতকরণের বিপক্ষে ইইই শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২০, ০২:১০ এএম
আশরাফুল আলম, বশেমুরবিপ্রবি থেকে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগকে (ইটিই) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) সাথে একীভূতকরণের উদ্যোগের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি জমা দিয়েছে ইইই বিভাগের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদের নিকট প্রদত্ত এ স্মারকলিপিতে শিক্ষার্থীরা ইটিই এবং ইইই বিভাগ একীভূতকরণের প্রস্তাবকে অনাকাঙ্ক্ষিত, পক্ষপাতদুষ্ট এবং অযৌক্তিক হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া স্মারকলিপিতে তারা আরও উল্লেখ করেছেন যে দেশে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের যথেষ্ট চাহিদা রয়েছে এবং নিজেদের দক্ষ করে তুলতে পারলে এই সেক্টরেও ভালো কিছু করা সম্ভব। এর আগে গত রবিবার বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত এক ফেসবুক লাইভ প্রোগ্রামে বশেমুরবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ.কিউ.এম মাহবুব বলেছিলেন ইটিই শিক্ষার্থীরা তাদের বিভাগকে ইইই বিভাগের সাথে একীভূত করার যে দাবি জানিয়েছেন সেটি যৌক্তিক। ইতোমধ্যে ঢাবিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইটিই বিভাগকে ইইই বিভাগে রূপান্তরিত করেছে এবং তারাও বশেমুরবিপ্রবিতে দুই বিভাগকে একীভূত করার লক্ষ্যে শিক্ষকদের সাথে আলোচনা করেছেন। এ বিষয়ে ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ নিয়ন বলেন, “আমরা ফেইসবুক লাইভে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের কথা শুনেছি। কিন্তু আমাদের কোন কথা বিবেচনা না করেই তিনি কেন এই ধরনের একটি মন্তব্য করেছেন সেটা আমাদের বোধগম্য নহে। আমরা আশা করছি তিনি আমাদের স্মারকলিপি টি পড়বেন, আমাদের কথাগুলো শুনবেন এবং পরিশেষে একটি সুন্দর সমাধান দিবেন।” এই বিভাগের আরেক শিক্ষার্থী সিদ্দিকুর রহমান তামিম বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেকটা সেক্টরে দক্ষ লোকের প্রয়োজন হবে। ইতিমধ্যে আমাদের স্যাটেলাইট মহাকাশে গিয়েছে। এর মধ্য দিয়ে আমাদের জন্য কমিউনিকেশন সেক্টরে এক নবদিগন্তের সূচনা হয়েছে। সুতরাং এক্ষেত্রে ইটিই এর ব্যাপক চাহিদা তৈরি হবে। এছাড়া বর্তমানেও বিভিন্ন জব সার্কুলার এ দেখতে পাই ইটিই এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই এ কথা নিঃসন্দেহে বলা যায় ইটিই এর কর্ম ক্ষেত্র অপ্রতুল এই কথা সম্পূর্ন ভিত্তিহীন এবং উপরিউক্ত ক্ষেত্রে দক্ষ ইটিই ইঞ্জিনিয়ারদের অভাব অনেকটাই সুষ্পস্ট। তাই আমি বলতে চাই অন্যায় আবদার না করে তারা যেনো নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে মনযোগী হয়।” প্রসঙ্গত, ইটিই গ্রাজুয়েটদের কর্মক্ষেত্রের অপ্রতুলতার বিষয়টি উল্লেখ করে ইটিই বিভাগকে ইইই এর সাথে একীভূতকরণের দাবিতে ২০১৯ এর অক্টোবর থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন বশেমুরবিপ্রবির ইটিই বিভাগের শিক্ষার্থীরা।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: