শমী কায়সারের তৃতীয় স্বামী কে এই রেজা আমিন?

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ০৯:৩৫ পিএম
তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। গত ২৭ সেপ্টেম্বর ব্যবসায়ী রেজা আমিন সুমনকে বিয়ে করেন তিনি। আর ৯ অক্টোবর শমীর নিউ ইস্কাটনের বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। সেদিন রাতে শমীর বিয়ের খবর ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর থেকেই ভাইরাল। জানা গেছে, শমী কায়সারের স্বামী রেজা আমিন ইউরো ভিজিল প্রাইভেট লিমিটেড কম্পানির সিইও। বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। রেজা র‌্যাংগস গ্রুপের সাবেক কর্মকর্তা ছিলেন। পরে নিজে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ফটোগ্রাফিতে শখ রয়েছে রেজা আমিনের। ভ্রমণ পিপাসু রেজা আমিন ভালোবাসেন সবুজ অরণ্য, জল-বন-পাখি-প্রাণীদের সঙ্গ। সুযোগ হলেই বেরিয়ে পড়েন দেশে-বিদেশের নানা ঠিকানায়, রোমাঞ্চের আহ্বানে। তবে অনেক আগেই বিয়ে করে সংসার পেতেছিলেন রেজা আমিন সুমন। সম্প্রতি সেই সংসার ভেঙে গেলে শমীকে বেছে নেন জীবনের নতুন সঙ্গী হিসেবে। অন্যদিকে, এর আগে ১৯৯৯ সালে ভারতীয় নির্মাতা অর্ণব ব্যানার্জি রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। দুই বছর পর তাঁদের বিচ্ছেদ ঘটে। পরে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও ভেঙে যায় শমীর।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: