মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ১০:৫১ পিএম
ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে বিক্ষোভ করেছে মানিকগঞ্জের সর্বস্তরের তাহহিদী জনতা। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল নিয়ে খালপাড় শহীদ রফিক চত্বরে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে মুফতী মাওলানা ফখরুদ্দিন, মাওলানা সাঈদ নূর, মুফতী আব্দুল বাতেন, মাওলানা নিজাম উদ্দিন, মুফতী আব্দুল্লাহ ফিরোজ, মাওলানা মাসুদুর রহমান আইয়ুবী বক্তব্য রাখেন। বিক্ষোভকারীরা ফ্রান্সের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এ সময় বক্তারা ফ্রান্স সরকারের সহযোগিতায় বাক স্বাধীনতার নামে বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লি এবদো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কার্টুন প্রচার করায় ফ্রান্সকে বয়কটসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: