জনস্বাস্থ্য ইনস্টিটিউটের নোটিশ প্রত্যাহার, দুঃখপ্রকাশ করলেন পরিচালক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ০১:৫৮ এএম
হিজাব ও টাকনুর ওপরে পোশাক পরা সংক্রান্ত নোটিশ প্রত্যাহার করে দুঃখপ্রকাশ করেছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচারক ডা. মুহাম্মদ আব্দুর রহিম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৭টার দিকে নোটিশ প্রত্যাহার করে দুঃখপ্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, হিজাব ও টাকনুর ওপরে পোশাক পরা নোটিশটি ছিল শুধু মুসলিম কর্মকর্তা ও কর্মচারীদের জন্য। অন্য ধর্মালম্বীদের জন্য এ আদেশ ছিল না। এর আগে, হিজাব ও টাকনুর ওপরে কাপড় পরা সংক্রান্ত নোটিশের জন্য জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ শোকজ করা হয়। এর আগে, পুরুষদের টাকনু বা পায়ের গোড়ালির ওপর প্যান্ট পরতে হবে আর নারীকর্মীদের হিজাব পরার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মুহাম্মদ আব্দুর রহিম।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: