ইসলামী বিশ্ববিদ্যালয়ে জেলহত্যা দিবস পালিত

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২০, ১২:৪৩ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোকাবহ জেলহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় চার নেতার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ বছর করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শোকবহ জেলহত্যা দিবস সীমিত পরিসরে পালনের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। প্রসঙ্গত, বাঙালি জাতির জীবনে এক কলঙ্কময় দিন ৩ নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম. মুনসুর আলী ও এইচ.এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: