এএসপি শিপন হত্যার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ০৪:৪১ এএম
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের (৩৩ তম ব্যাচ) সাবেক ছাত্র আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর বলেন, ভিডিও ফুটেজ দেখে মনে হচ্ছে শিপনকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরই মধ্যে খুনিদের চিহ্নিত করেছে পুলিশ। দ্রুত বিচারের মাধ্যমে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জাবি পরিবার বিচার দাবিতে রাস্তায় নামতে বাধ্য হবে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপপরিচালক এস এম সাদাত হোসাইনের সঞ্চালনায় জবির ৯ম ব্যাচের সাবেক শিক্ষার্থী আকবর উদ্দিন আহমেদ মিলন বলেন, দেশে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত কর্মকর্তার যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে থাকবে? এখন প্রতিরোধ গড়তে হবে। দেশকে নিরাপদ করে গড়ার দায়িত্ব আমাদের সবার। এ সময় আগামী শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শিপন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশের ঘোষণা দেন বক্তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: