ত্রিশালে কিশোর গ্যাং বেপরোয়া

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ০৪:৩৯ এএম
ময়মনসিংহের ত্রিশালের সরকারি নজরুল একাডেমীতে কিশোর গ্যাং সদস্যরা হামলা চালিয়ে এক ছাত্রকে আহত করে। কিশোর গ্যাং সদস্যরা রুকনুজ্জামান তাজ নামের নবম শ্রেণির ছাত্রকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত ১৫ নভেম্বর সকাল ১০টার দিকে একাডেমীর অফিস কক্ষে এ ঘটনা ঘটানো হয়। সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়ে। ফুটেজ থানা পুলিশ, র‌্যাব-১৪ ও ডিবি পুলিশ নিয়ে গিয়ে তাদের সংরক্ষণে রেখেছে। এরই মধ্যে ৮ জনকে আটক করেছে র‌্যাব ১৪ এর আভিযানিক দল। আটক করায় র‌্যাব-১৪ এর সংশ্লিষ্টরা প্রশংসিতও হয়েছেন। সরকারি নজরুল একডেমীর বয়স ১০৭ বছর। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই একাডেমির ছাত্র ছিলেন। কবির স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানে এহেন ঘটনায় সারাদেশে আলোচিত হচ্ছে। হামলার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জনের নামে একটি মামলা হয়েছে। মামলা নং- ১৯। তাং ১৫ নভেম্বর। এই কিশোর গ্যাং সদস্যদের ২জন গডফাদার রয়েছে। গ্যাং সদস্যদের মধ্যে ছাত্রলীগেরও দু’একজন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। নজরুল একাডেমীর প্রধান শিক্ষক একেএম কামরুল হাসান জানান, আমার প্রতিষ্ঠানে কোন কিশোর গ্যাং নেই। একাডেমীর ২/১জন ছাত্র ও বহিরাগত কিছু কিশোর এই গ্যাংয়ে জড়িত। সিসি ক্যামেরায় পাওয়া দেশীয় অস্ত্রগুলি নজরুল মঞ্চের ছোট ছোট রুমে ছিল। সেখান থেকে আনা হয়েছে। যা সিসি ক্যামেরাতেও দেখা গেছে। যেসব অস্ত্র দেখা গেছে সেগুলি ভয়ঙ্কর। এটি শাস্তিমূলক অপরাধ। এ ঘটনায় দুইজনকে আজীবনের জন্য বহি:স্কার করেছি। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আরো কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। প্রধান শিক্ষক একেএম কামরুল হাসান বলেন, কিশোর গ্যাং সদস্যরা মাদক সংশ্লিষ্টদের চাইতেও ভয়ঙ্কর হয়ে উঠছে। প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সাংবাদিকসহ সকল মহলই নজরুল একাডেমিকে ভালবাসেন। জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, কিশোর গ্যাং সদস্য কর্তৃক ছাত্রকে হামলার প্রেক্ষিতে সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করি। গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে। নজরদারীতে আছে গ্যাং সদস্যরা এবং এদের গডফাদাররাও। অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর আছে ডিবি পুলিশ। ত্রিশাল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ঘটনার পর তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করি। মামলা নেই। সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: