নাইজেরিয়ায় নামাজ চলাকালীন মসজিদে হামলা, নিহত ৫

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ০৮:৪১ পিএম
নাইজেরিয়ায় মসজিদে নামাজ চলাকালীন হামলার ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আরো ১৮ জনকে অপহরণ করা হয়েছে। রবিবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারু জেলার দুস্তেন গারি গ্রামের শুক্রবার (২০) নামাজের সময় হামলাকারীরা মোটরসাইকেলে করে তাদের উপর গুলি ছোড়ে। নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। রাজ্যের পুলিশের মুখপাত্র জানায়, দস্যুরা ৫ জন মুসল্লিকে হত্যা করেছে এবং ১৮ জনকে অপহরণ করেছে। এদের মধ্যে ইমামও রয়েছেন। তবে স্থানীয় বাসিন্দারা বলছে, হামলাকারীরা ৩০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করেছে। এই ঘটনাকে ঘিরে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। নাইজেরিয়ায় এখন পর্যন্ত হামলার ঘটনায় ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছে আরো অনেক মানুষ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: