ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, নেয়া হল যেসব সিদ্ধান্ত

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১২:৩১ এএম
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ৮০ নম্বরের। এমসিকিউ ৪০ এবং লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরের। সোমবার (২৩ নভেম্বর) সকালে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর বাকি ২০ নম্বর বন্টন হবে। এবারই প্রথম বিভাগীয় শহরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় সিট কমানোর প্রসঙ্গ উঠলেও, তা নিয়ে কোন আলোচনা হয়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: