ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপটি

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ০২:৩৩ এএম
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হয়। এটি আরো ঘনীভূত হয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টায় ঘূর্ণিঝড় 'নিভার'-এ পরিণত হয়েছে। এ ছাড়া নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ও ঘনীভূত হয়ে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসের মাধ্যমে জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসের মাধ্যমে আরও বলেছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী তিন দিন আবহাওয়ার অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: