মুন্সীগঞ্জে নারী উদ্যেক্তাদের মিলন মেলা ২০২০ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ১০:৪০ পিএম
মুন্সীগঞ্জে ওমেন এন্ড ই-কমার্স উদ্যেক্তাদের মিলন মেলা- ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ট্রাষ্টেড মার্ক এর উদ্যেগে মুন্সীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানটি শুরু হয়। জেলার উদ্যেক্তারা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে ৫টি স্টল এর আয়োজন করেন। স্টলে নিজেদের তৈরি সরিষার তেল, অলংকার, ঘি ও বিভিন্ন ধরনের আচার সাজিয়ে রাখা হয়। এসময় ২ জন লাখপতি উদ্যেক্তাদের মাঝে ক্রেস্ট বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ সামিউল মাসুদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ওমেন এন্ড ই- কমার্স (উই) এর সভাপতি নাসিমা আক্তার নিশা। এসময় উপস্থিত ছিলেন, ট্রাষ্টেড মার্ট স্বত্বাধিকারী মেহেদী হাসান, মুন্সীগঞ্জ উই এডভাইজার সুমন কবীর, এক্সিকিউটিভ কমিটি লিমা কবীর, এক্সিকিউটিভ কমিটি ইফনা জ্যোতি, উই ভাইস প্রেসিডেন্ট রেজেয়ানা ইমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারমিন সাঈদ ও জেলার বিভিন্ন স্থান থেকে আগত নারী উদ্যেক্তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: