মুন্সীগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ ১০ জন আটক

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ০২:১৬ এএম
মুন্সীগঞ্জে পুলিশের পৃথক ২টি অভিযানে ৬টি চোরাই মোটর সাইকেল সহ ১০ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দ পুলিশের। মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুনের নেতৃত্বে মুন্সীগঞ্জ সদর উপজেলা ও টঙ্গীবাড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৬ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন জানান,মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম স্যারে নির্দেশে সোমবার ভোর থেকে দুপুর ২টা পযর্ন্ত গোপন সংবাদের ভিক্তিতে একটি টিম মুন্সীগঞ্জ সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের বনিক্যপাড়া এলাকা থেকে ২টি চোরাই মটর সাইকেল উদ্ধার করি ও আমাদের আরেকটি টিম মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো ৪ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করি। আটককৃতরা হলেন মো: হ্দয়(২২), মো:ইয়াছিন(২৩), মো: শান্ত খান(২০), আলমাছ শেখ(২৫), আবু কালাম(২৫), বিপ্লব মেলকার(২৩)মো: রনি মাঝি(২৭), জুয়েল হাওলাদার(২৪)কোকো মোল্লা(১৯) ও শুভ দেওয়ানকে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানা ও টঙ্গীবাড়ি থানায় ২টি মামলা দায়েরের প্রস্থতি চলছে। দুপুর ৩ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দূল মোমেন পিপিএম সাংবাদিকদের জানান,আমাদের জেলা গোয়েন্দা শাখার ২ টি টিম আলাদা হয়ে বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে ৬ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে এই ঘটনায় আমরা ১০ জনকে আটক করি এবং তাদের জিঞ্গাসাবাদে জানতে পেরেছি এই ঘটনায় তারা নিজেরা জড়িত ও কিছু নাম পেয়েছি তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে তারা মোটরসাইকেলগুলোতে পুলিশ বা আইনশিঙ্খলা বাহিনী বা বিভিন্ন সাইনবোর্ড ব্যাবহার করে থাকে। তবে তিনি আরো জানান পুরো চক্রটিকে খুবদ্রত গ্রেফতার করতে পারবে বলে জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: