‘মডার্নার ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৯৪ শতাংশের বেশি কার্যকর’

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ০২:১৩ পিএম
গুরুতর কোভিড রোগীদের ক্ষেত্রে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার ভ্যাকসিন করোনা প্রতিরোধে শতভাগ সফল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। অন্যান্যদের ক্ষেত্রে ভ্যাকসিনটি করোনা প্রতিরোধে ৯৪ দশমিক এক শতাংশ কার্যকর। এছাড়া মানবদেহের জন্যেও নিরাপদ ভ্যাকসিনটি। চূড়ান্ত ট্রায়াল শেষে বিস্তারিত এসব তথ্য পাওয়া গেছে। এর আগে, ট্রায়ালের প্রাথমিক ফলাফলে মডার্নার ভ্যাকসিন ৯৪ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়। সোমবার (৩০ নভেম্বর) জরুরি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ’র কাছে আবেদন করা হতে পারে। এছাড়া যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নেও আবেদন করা হবে। ভ্যাকসিনটির মূল্য ধরা হয়েছে ৩৩ মার্কিন ডলার। এর আগে গেল ২০ নভেম্বর, এফডিএ’র জরুরি অনুমোদনের জন্য আবেদন করে ফাইজার।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: