স্কুল থেকে জিয়ার নাম পরিবর্তনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ০৮:৩১ পিএম
পুরান ঢাকার বংশাল এলাকার মোগলটুলীতে জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিবাদে এবং নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তিতুমীর কলেজর নেতাকর্মীরা। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় তিতুমীর কলেজের সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। তিতুমীর কলেজ ছাত্রদলের প্রায় শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি গাজী তৌহিদুর রহমান সুমন, রেজওয়ানুল হক সবুজ, হাফিজুল্লাহ হিরা, জাহাঙ্গীর আলম জীবন, রুহুল আমীন, মামুন খান, জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, কাউসার, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান এমদাদ (আরিফ), মাহফুজুর রহমান লিপকন, মাসুদ রানা রিয়াজ, সেলিম রেজা, জিল্লুর রশিদ অনিক, মাজদুক হোসেন শ্রাবণ, কাজী সাইফুল ইসলাম, সালেহ আহমেদ বাপ্পি, রাহাতুল আলম ফাহিম, জসীম রানা, ইমাম হোসেন, নজরুল ইসলাম সৌরভ, আবুল হোসেন আশিক, হামদে রাব্বি আকরাম, সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা সাদি, মো. রাশেদ মৃধা, আকরাত হোসেন, রাকিবুল ইসলাম, আল্লাউদ্দিন মজুমদার রিয়াজ, সোহাগ হোসেন, আব্দুল হান্নান ফরহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, কামাল হোসেন, হাসেম আলী, জাকির ইসলাম, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন টোটান, মানবাধিকার সম্পাদক হাসানুজ্জামান রকি, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মাহামুদুল হাসান রফিক, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সহ-সম্পাদক আকরাম চৌধুরী, জিহাদ, ইফতে খাইরুল ইসলাম, নিয়াজ আহমেদ, বশির উদ্দিন, মাসুদ রানা আরিয়ান পাটোয়ারী, মাসুদ মিয়া, নোবেল ইসলাম সূর্য, সদস্য আল আমিন খান পাশা, আসমাউল হক, আসাদুল ইসলাম, ইমাম উদ্দিন, রাকিব, ছাত্রনেতা শামীম চৌধুরী বিশাল, পারভেজ সাইফ, শাহানাজ পারভীন, আবদুল্লাহ জমাদ্দার, আবু সালেক মীর, আবুবক্কর সিদ্দিক, ইমরান হোসেন, সফিক, রায়হান মিয়া, মতিন, নাজমুল হক ও আতিকুর রহমান রুহুল প্রমুখ। এছাড়াও, মিছিলে অংশ নেন তিতুমীর কলেজ ছাত্রবাস শাখা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দ্বীপ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সাগরসহ হল শাখার নেতৃবৃন্দ। জানা যায়, ২০০৬ সালে ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা করপোরেশনের উদ্যোগে “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠা করেন এবং একই বছর ২৫ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি উদ্বোধন করেন তিনি। কিছুদিন আগে স্কুলটির নাম বদলে করা হয় ‘মোগলটুলী উচ্চ বিদ্যালয়’।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: