মুন্সীগঞ্জে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ০৮:৪১ পিএম
মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতার্পূণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মুন্সীগঞ্জ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমটি। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ পালন করা হয়। এসময় সাংবাদকি মোঃ সাইফুর রহমান টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ কাদের মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং যুদ্ধকালীন কমান্ডার ৩ থানা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দীন উজ্জল, জেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু সমর কুমার ঘোষ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যনির্বাহী সদস্য রঞ্জন কুমার সাহ, জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি হামিদা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনি পেশার নেতৃবৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: