রাঘববোয়ালরা ধরাছোয়ার বাইরেই থেকে যায়: খোকন

প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ১২:৩৮ এএম
বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেছেন, দুর্নীতির অভিযোগে এই পর্যন্ত যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যেন দৃষ্টান্ত মূলক শাস্তি পায় এটাই দেশের মানুষের প্রত্যাশা। তিনি বলেন, যে দুর্নীতি করে, কেউ পার পাবে না। শুধু চুনুপুটিকে ধরলেই হবে না, রাঘববোয়ালদেরও ধরতে হবে। দেখা যায় যে, রাঘববোয়ালরা ধরাছোয়ার বাইরেই থেকে যায়। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খাইরুল কবির খোকন বলেন, আমরা মনে করি দুদক বা সরকার চেষ্টা করছে। এই দুর্নীতির সাথে কারা সম্পৃক্ত? যখন আমরা দেখি একটি জেলা ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করে তখন তো বুঝতে হবে কার আশ্রয় প্রশ্রয় এসব হচ্ছে। তিনি বলেন, এভাবে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা রুবেল ও বরকত সাত বছরে তারা আড়াই হাজার একর জমি দখল করেছে। এর পরে গোল্ডেন মনির, এছাড়া স্বাস্থ্যখাতের বেহাল দশা দেখেছি, পিকে হলদার পাচার করেছে। তার দেশে আশার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আসে নি। আসলে তাকে আইনের আওতায় নিয়ে আসা যেত। সে যে এতোগুলো টাকা পাচার করেছে, এসব কি ভাবে করা হলো। সরকারের যেই এজেন্সিগুলো রয়েছে তারা কি দায়িত্ব পালন করেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: