গভীর রাতে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় মিললো ফুটফুটে নবজাতক

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ০৬:৩৮ এএম
সুনামগঞ্জে রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা (দ.) ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে হামিদপুর গ্রামের আব্দুল গফুরের স্ত্রী আছিয়া খাতুন ঘর থেকে বের হয়ে টয়লেটে যাওয়ার সময় তার বাড়ির সংলগ্ন চৌরাস্তা ব্রিজের ওপরে নবজাতক শিশুটির কান্না শুনতে পান। পরে সেখানে গিয়ে দেখতে পান একটি নবজাতক ছেলে সন্তান পরিত্যক্ত অবস্থায় ব্রিজের ওপর পড়ে আছে। এসময় তিনি শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে শিশুটিকে চিকিৎসা দেয়া হয়। সংবাদ পেয়ে মধ্যনগর থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মো. গিয়াস উদ্দিন বলেন, নবজাতক উদ্ধারের খবর পেয়ে সেখানে অফিস থেকে লোক পাঠানো হয়েছে। মানবিকতার কথা ভেবে বাচ্চাটিকে ওই গ্রামের আজাদ মিয়া ও রুমা খাতুন দম্পতির কাছে রাখা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: