পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ০৫:৪৪ এএম
মো. ইমরান হোসেন, পবিপ্রবি থেকে: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বরিশাল ক্যাম্পাস) সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির একটি ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এ কার্যকরী পরিষদের মতামতের ভিত্তিতে পবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পরিচয়পত্র নবায়নের প্রেক্ষিতে সৃষ্ট গুরুত্বপূর্ণ খালি পদ এবং সংগঠনের গতিশীলতা বজায় রাখতে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। কমিটি গঠনের গঠনতন্ত্রের ২য় ধারার ( ভার্চুয়াল মিটিংয়ে মৌখিক নির্বাচন) ভিত্তিতে কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, সহ-সভাপতি মো. হাবিবুল্লাহ শেখ, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান আকিমুল, যুগ্মসাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন, দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিফ নূর শর্মী, কার্যনির্বাহী সদস্য মো. সাজ্জাদ হোসাইন ও মো. জহিরুল ইসলাম। নবগঠিত কমিটির বিষয়ে মুঠোফোনে কথা হয় নব সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সাথে। তিনি বলেন, সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য। সামনের ভবিষ্যৎ দিনগুলোতে সবাই মিলে শক্তিশালী ইউনিট হিসেবে কাজ করতে চাই, সর্বপরি পবিপ্রবির মান সমুন্নত রাখতে চাই। এছাড়াও মুঠোফোনে কথা হয় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান আকিমুলের সাথে। তিনি বলেন, ধন্যবাদ জ্ঞাপন করি পবিপ্রবি রিপোর্টর্স ইউনিটির কার্যকরী পরিষদের সকল সদস্যকে, যারা আমার উপর ভরসা করে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বভার দিয়েছেন। আমি কমিটির সকলকে সাথে নিয়ে সৎ, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে কাজ করে এই সংগঠনকে জাতীয় পর্যায় নিয়ে যেতে চাই।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: