রাবি শিক্ষককে হত্যার হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ০৫:১৪ এএম
কামরুল হাসান অভি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে উড়ো চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে নিজের নিরাপত্তা চেয়ে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। ভুক্তভোগী ওই শিক্ষকের নাম সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বর্তমান সভাপতি। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘ওই শিক্ষক নিরাপত্তা চেয়ে বিকেলে জিডি করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’ জিডিতে বলা হয়, বৃহস্পতিবার বিভাগের অফিস কক্ষে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের নামে একটি বেনামি চিঠি পায় বিভাগের একজন কর্মচারী। চিঠি খুলে দেখা যায় সেখানে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘একজন শিক্ষক হিসেবে একাডেমিক বিষয় ছাড়া অন্য কিছুতে আমি জড়িত নেই। ব্যক্তিগতভাবে কারও সঙ্গে আমার বিরোধ নাই। তবে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে স্বাধীনতার পক্ষে বিভিন্ন সময় কথা বলে থাকি৷ হতে পারে আমার কথা কারও অপছন্দ হওয়ায় তারা এই হুমকি দিতে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: