পরিত্যক্ত কুয়ায় পতিত কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিস

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ০৩:৫০ পিএম
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের জঙ্গলবাড়ী গ্রামে পরিত্যক্ত গভীর কুয়ায় পড়ে যাওয়া একটি মা কুকুর উদ্ধার করল ফায়ার সার্ভিস। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে ফুলবাড়ীয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি চৌকস ইউনিট দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় দুর্ঘটনা-কবলিত কুকুরটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করে। তরুণ ছাত্রলীগ কর্মী ও স্থানীয় গ্রাম পাঠাগার জঙ্গলবাড়ী বাতিঘরের সভাপতি মেহেদী কাউসার ফরাজী জানান, ‘আমার বাড়ির পার্শ্ববর্তী বাড়িতে একটি মা কুকুর পড়েছিল সকাল আনুমানিক ১১.০০ টার দিকে। কুয়ায় বেশী পানি নেই বলে ডুবেনি। মৃত্যু যন্ত্রণায় কুকুরটি খুব চিৎকার করছিল। এলাকার লোকজন বিভিন্নভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। উপায়ান্তর না দেখে আমি সন্ধ্যায় জরুরী হেল্পলাইন ৯৯৯ এ ফোন করি, তারা জানায় এ কাজ তাদের নয়। এরপর ফুলবাড়ীয়া ফায়ারসার্ভিস স্টেশনে ফোন করি। ফায়ার সার্ভিস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কুকুর উদ্ধারে অপারগতা জানায়। এরপর আমি বিষয়টি সংক্ষেপে ফুলবাড়ীয়া হেল্পলাইন ফেসবুক গ্রুপে পোস্ট করি। সেই পোস্টটি ত্রিশালের দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জনাব শাহ আহসান হাবীব বাবুর নজরে আসে। এরপর তিনি ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফ ছিদ্দিক, ত্রিশালের এসিল্যান্ড তরিকুল ইসলাম ও সাংবাদিক খায়রুল আলম রফিককে বিষয়টি অবহিত করেন এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন। এরপর ফুলবাড়ীয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি চৌকস ইউনিট দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ম্যানুয়াল পদ্ধতিতে দুর্ঘটনা-কবলিত কুকুরটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করে।’ এসময় জঙ্গলবাড়ী বাতিঘরের সাধারণ সম্পাদক আবু সাঈদ ফকির, দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রুবায়েত হাসান ও কোষাধ্যক্ষ সিয়াম আবু রাফিসহ জঙ্গলবাড়ী বাতিঘরের স্বেচ্ছাসেবক টীম এবং এলাকার যুবসমাজ উপস্থিত থেকে ফায়ার সার্ভিসের কাজে সার্বিক সহযোগিতা করেন। উদ্ধার কাজ শেষে ফুলবাড়ীয়া ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে মেহেদী কাউসার ফরাজীসহ সকল সচেতন তরুণদের ধন্যবাদ জানানো হয়। এসময় জঙ্গলবাড়ী বাতিঘরের সভাপতি মেহেদী কাউসার ফরাজী একটি কুকুরের জীবন বাঁচাতে এগিয়ে এসে মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করায় ময়মনসিংহের মানবিক জেলা প্রশাসক মিজানুর রহমান, ফুলবাড়ীয়ার ইউএনও আশরাফ ছিদ্দিক, ত্রিশালের ইউএনও মোস্তাফিজুর রহমান, ত্রিশালের এসিল্যান্ড তরিকুল ইসলাম, স্থানীয় তরুণদের মানবিক অভিভাবক শাহ আহসান হাবীব বাবু, সাংবাদিক খায়রুল আলম রফিক ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের প্রতি জঙ্গলবাড়ী গ্রামবাসীর পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: