হাসপাতালে মারধরের শিকার সেই ছাত্রলীগ নেত্রী, জানালেন শারীরিক অবস্থা ভালো না

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ০২:১৪ পিএম
নিজ সংগঠনের সিনিয়র নেত্রীদের মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক এজিএস ও হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। মারধরের শিকার ফাল্গুনী দাস তন্বী বলেন, প্রথমে তেমন টের পাইনি। বুধবার যখন ডক্তার দেখাইতে আসছি তখন ডাক্তার বলল আপনার কন্ডিশন তো ভালো না। তারপর আমি গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হই। এখন শক্ত কোনো খাবার খেতে পারি না, লিক্যুইড খেতে হয়। এদিকে মারধরের ঘটনার তিনদিন অতিবাহিত হলেও মারধরকারী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ। এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি। প্রসঙ্গত, গত সোমবার রাত সাড়ে বারোটার দিকে নিজের সংগঠনের দুই নেত্রী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা তাকে ডেকে নিয়ে মারধর করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: