জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বরগুনা গ্রামপুলিশের মানববন্ধন

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০৭:০৭ পিএম
স্থানীয় সরকার মন্ত্রণালয়াধীন ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী সদস্য গ্রাম পুলিশ বাহিনীর সরকারি কর্মচারীদের ন্যায় কমান্ডার/ দফাদারদের ১৯ গ্রেড মহল্লার গ্রাম পুলিশদের ২০ গ্রেডে জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বরগুনা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বরগুনা সদর থানার সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করেন তারা। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও তথ্য প্রযুক্তি সম্পাদক মহিউদ্দিনসহ আরো অনেকে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেন তারা। এসময় তারা বলেন, দীর্ঘদিন যাবৎ স্বল্প বেতনে চাকরি করে গ্রামের মানুষের সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু আমাদেকে যে বেতন দেয়া হচ্ছে এতে ছেলে মেয়েদেরকে নিয়ে সংসার চালাতে কষ্ট হয়ে যায়। প্রধানমন্ত্রী কাছে দাবী আমাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হোক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: