বীরগঞ্জে ধর্ষক চেয়ারম্যানকে গ্রেফতার ও বহিস্কারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ১২:৪১ এএম
দিনাজপুর বীরগঞ্জের চেয়ারম্যান ধর্ষক আব্দুল খালেক সরকারকে গ্রেফতার, চেয়ারম্যানের পদ থেকে বহিস্কার ও শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠছে বীরগঞ্জ শহর। তাকে গ্রেফতারের দাবিতে ৪৮ ঘন্টা আল্টিমেটাম দিয়েছে সম্মিলিত নাগরিক কমিটি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে আন্দোলনকারীরা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার থেকে ১টা পর্যন্ত সম্মিলিত নাগরিক কমিটির আয়োজনে বীরগঞ্জ বিজয় চত্বরের সম্মুখ সড়কে ঘন্টা ব্যাপি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে এই হুশিয়ারী দেয়া হয়। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারকে স্বারক লিপি প্রদান করেন। বীরগঞ্জ উপজেলা সম্মিলিত নাগরিক কমিটির আহবায়ক আসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিনুর ইসলামের সঞ্চালনায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে রাখেন স্থানীয় সচেতন ব্যাক্তিরা। এসময় আন্দোলনকারীরা কিছু সময়ের জন্য দিনাজপুর-ঠাকুরগাও মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃর্ষ্টি হয়। গত ২২ ডিসেম্বর উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী বাংলাদেশী এক মহিলাকে নিজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল খালেক সরকার তার নিজের ইট ভাটার কাছে জনৈক আব্দুর রশিদের বাড়ীতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ধর্ষিতা প্রবাসী নারী নিজেই ধর্ষনের ঘটনাটি কৌশলে ভিডিও ধারন করেন। ঐ নারী দাবি করেন বলেন, বিয়ে করার প্রলোভন দিয়ে বেশ কয়েক বছর ধরে তাকে চেয়ারম্যান আব্দুল খালেক ঐ প্রবাসি নারী সঙ্গে ইমো, হটস্ অ্যাপ ও ভিডিও সেক্স করার প্রমান আছে। প্রবাসে থাকা অবস্থায় মহিলার সাথে ভিডিও সেক্স করার অনেক প্রমান রয়েছে। ইতোপূর্বে অনেক বার তাকে ধর্ষন করার কথা স্বীকার করে ধর্ষিতা ওয়াজেদ মুন্সির কন্যা প্রবাসী মর্জিনা। ১০ ডিসেম্বর ২০২০ ভিকটিম দেশে ফিরলে তার সঙ্গে চেয়ারম্যান বিভিন্ন বাড়িতে বেড়ানোর অজুহাতে নিয়ে গিয়ে জোর করে দৈহিক মেলামেশা করে। বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান বলেন, গত ২৩ ডিসেম্বর ধর্ষক চেয়ারম্যানের বিরুদ্ধে ভিকটিম নিজে বাদী হয়ে থানায় পন্যগ্রাফি ও নারী নির্যাতন আইনে মামলা করেছেন। পুলিশ ধর্ষক চেয়ারম্যানকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। মামলা নং - ১৬ তাং ২৩ /১২/২০২০ ইং।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: