সরকারের সঙ্গে আমার শত্রুতা নেই, নাস্তিকরাই ভুল বোঝায়: বাবুনগরী

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২১, ১২:১৬ এএম
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, সরকারের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। নাস্তিকরাই সরকারকে আমার বিরুদ্ধে ভুল বোঝায়। আমি সত্য কথা বলে ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত আছি। বুধবার (১৩ জানুয়ারি) রাতে বাঁশখালী পৌরসভার বাহারউল্লাপাড়া জলদী দারুল কারীম মাদ্রাসার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আবু জাহেল, আবু লাহাব বিশ্বের সেরা সন্ত্রাসী। তারা বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে। হক কথা বলার কারণে হযরত সোমাইয়াকে (র.) তারা গ্রেফতার করে নির্মমভাবে শহীদ করেছে। হক কথা বললে গ্রেফতার করা, মামলা করা, হুমকি-ধমকি দেয়া বাতিলদের অভ্যাস। সেই আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরিরা এখনো আছে। ঈমানের কথা বলার কারণে আমাকে যদি ফাঁসিতে ঝুলানো হয় তবুও আমি হক কথা বলা থেকে এক চুল পরিমাণও পিছপা হব না।’ এর আগে হেফাজত আমীর দারুল কারীম মাদ্রাসার মরহুম আলহাজ আবুল কাসেম (রহ.) এতিমখানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দারুল কারীম মাদ্রাসার পরিচালক মাওলানা শফকত হোসাইনের সঞ্চালনায় তিন দিনব্যাপী ষষ্ঠ বার্ষিক মাহফিলে আরও বয়ান পেশ করেন- শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আলমগীর বিন কবির, মাওলানা কামরুজ্জামান আইয়ুবী, মাওলানা সালাহউদ্দিন মাসউদ, মাওলানা মাহমুদুর রশিদ, মাওলানা মাহমুদ মাদানী, মাওলানা খালেদুর রহমান, মাওলানা আবু বকর, মুফতি রিজওয়ান রফিকী, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মাওলানা সরোয়ার হোসেন বিক্রমপুরী, আল্লামা নুর হোসেন নুরানী, মাওলানা সাইফুদ্দীন দৌলতপুরী, মাওলানা ফিরোজ উদ্দীন নাছিমী, মাওলানা জসিম উদ্দীন সিকদার, মাওলানা ওবাইদুল্লাহ রফিকী, মাওলানা ওবাইদুর রহমান হুযাইফি, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ। আল্লামা জুনায়েদ বাবুনগরী দোয়া ও আখেরি মোনাজাতের মাধ্যমে বুধবার রাতে তিন দিনব্যাপী এ বার্ষিক মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: