ফরিদপুরে সরকারি কর্মচারীদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২১, ০২:০৪ এএম
ফরিদপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থ পেনসনকারীদের এককালীন সাহায্য, জরুরী চিকিৎসা, কন্যার বিবাহ, সন্তানদের  শিক্ষাবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগ গৃহ নির্মাণের জন্য আর্থিক অনুদানের চেক বিতরনের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় শহরের কোট কম্পাউন্ড এলাকার নিজ কার্যালয়ে এ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ফরিদপুর জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান। এ সময় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুল বাতেন মিয়া, সাধারণ সম্পাদক জি, এন কুম্ভ কুমার কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মোকসেদুর রহমান, কোষাধ্য মোঃ আলাউদ্দিন মন্ডল, যুগ্ন কোষাধ্য কবিরুল আলম, অধ্যাপক এম এ সামাদ, প্রফেসর আব্দুল হামিদ মোল্লাসহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: