‘মহেশখালীতে ১২৩ কোটি ব্যায়ে আধুনিক জেটি নির্মান হবে’

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১, ০৬:৩১ পিএম
রকিয়ত উল্লাহ, মহেশখালী (কক্সবাজার) থেকে: কক্সবাজারের মহেশখালী উপজেলার অবকাঠামো এবং মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় মহেশখালী উপজেলা হল রুমে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় স্থানীয় সরকার মন্ত্রানালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন জানান মহেশখালীতে ১২৩ কোটি টাকা ব্যায়ে একটি আধুনিক জেটি, আধুনিক সড়ক নির্মাণ ,৩টি সাইক্লোন সেল্টার দ্রুত সময়ে করা হবে। এছাড়াও মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর,গ্যাস টার্মিনালসহ, চার লেন রাস্তা সহ অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করেছে বলে জানান। মহেশখালীর এমপি আশেক উল্লাহ রফিক বলেন মানানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ, তার পেক্ষিতে মহেশখালীতে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হচ্ছে এজন্য সরকারকে ধন্যবাদ জানান। মত বিনিয়ম সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রানালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন,মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক,কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষায়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম,মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুর রহমানসহ প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: