বগুড়ায় ১টিতে আ.লীগ, ২টিতে বিএনপি-বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ০৩:১৫ এএম
আব্দুল ওয়াদুদ, বগুড়া থেকে: বগুড়ার তিনটি পৌরসভা নির্বাচনে একটি আওয়ামী লীগ,একটিতে বিএনপি এবং অপর একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ার) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। মেয়র পদে নির্বাচিতরা হচ্ছে সারিয়াকান্দিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মতিউর রহমান মতি, সান্তাহারে বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টো এবং শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা। জানা গেছে, সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। এখানে বিএনপির প্রার্থী সাবিনা ইয়াসমিন বেবী ভোট পেয়েছেন ৪৯৪। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমন পেয়েছেন ২ হাজার ৭৯৬ ভোট। সান্তাহার পৌরসভায় ৭ হাজার ৭৮৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্ট। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট। শেরপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা ৮ হাজার ৭৬৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছে। এখানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুস ছাত্তার পেয়েছেন ৪ হাজার ৬৮১ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী স্বাধীন কুন্ডু পেয়েছেন ৩ হাজার ৮৪৪ ভোট, হাতপাখা ৫৯৩ ভোট।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: