দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভা নির্বাচনে ৪২টিতে নৌকার জয়

পৌরসভার দ্বিতীয় ধাপের ভোটেও আওয়ামী লীগের প্রাধান্য। ৬১ পৌরসভার মধ্যে ৪২টিতে বেসরকারি ফলে জয় পেয়েছেন নৌকার মেয়র প্রার্থী। বিপরীতে বিএনপি ৫ আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬ পৌরসভায়। এছাড়া জাতীয় পার্টি ও জাসদ থেকে মেয়র হচ্ছেন দুজন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৪ জন। স্থগিত ২ পৌরসভা নির্বাচন।
এ ধাপে বিএনপির চেয়ে ১টি আসন বেশি পেয়েছে স্বতন্ত্রপ্রার্থীরা। এদিকে, অনিয়মের অভিযোগ এনে রাজশাহীর ভবানীগঞ্জ, বাগেরহাটের মোংলা, কিশোরগঞ্জের কুলিয়াচর, পাবনার ঈশ্বরদী ও মেহেরপুরের গাংনীতে ভোট বর্জন করেন বিএনপির মেয়র প্রার্থীরা। দ্বিতীয় ধাপের নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন ২১০ জন। কাউন্সিলর ২ হাজার ২৩২ জন; সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থী ৭২৪ জন।
কাওসার/নিএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: