ভারতের সিরাম ইনস্টিটিউটের পাশের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১০:২৫ পিএম
ভারতের পুনেতে করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের গেটের পাশে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির বার্তা সংস্থা এএনআই-এর বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টিভি। প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার বিকেলে সিরাম ইনস্টিটিউটের গেট টার্মিনাল-১-এর পাশে একটি ভবনে আগুন লাগে। সিরাম ইনস্টিটিউটটি পুনের মানজিরি এলাকায় অবস্থিত। প্রতিবেদনে জানানো হয়, আগুন লাগার পর ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার তৎপরতার শুরু করে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা উৎপাদান করছে ভারতের সিরাম ইনস্টিটিউট।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: