মুজিববর্ষে ঘর পাচ্ছে ফরিদপুরের ১৪৭০ পরিবার

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২১, ০২:৪৬ এএম
আগামী ২৩ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলে সারাদেশে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় নির্মিত গৃহের শুভ উদ্বোধন করবেন। এই কর্মসূচির আওতায় ফরিদপুর জেলায় ১৪৭০ পরিবার ঘর পাচ্ছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুরে নির্মিত গৃহের সকল তথ্য পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম মোল্লা। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, ফরিদপুর প্রেসকাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকনসহ ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মুজিব বর্ষে কেউ ঘৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই ঘোষণার মাধ্যমে ভুমি মন্ত্রণালয়ের আশ্রয়ন প্রকল্পের আওতায় সারা দেশে গৃহ নির্মাণ শুরু করেন। আগামী ২৩ জানুয়ারী প্রধান মন্ত্রী গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর করবেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: