সাংবাদিক নির্যাতন; পুলিশ সুপারকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ০৭:১৬ পিএম
ময়মনসিংহে গোয়েন্দা (ডিবি) কর্মকর্তা আকরাম হোসেন ও তার টিম সদস্যদের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সাংবাদিক খায়রুল আলম রফিকের পক্ষে আইনজীবী এডভোকেট শেখ আবু সাদাত মোহাম্মদ খায়ের আদালতে দুই পুলিশ সহ ৭/৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারন) আইন ২০১৩ এরে ১৩(১), ২(খ), ১৫ (১) ও ১৫ (৩) ধারায় এই মামলা করা হয়। আদালতে মামলার প্রেক্ষিতে আজ রবিবার (২৪ জানুয়ারি) বিজ্ঞ আদালত ময়মনসিংহ পুলাশ সুপারকে এ সংক্রান্ত বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। এবং ময়মনসিংহ কোতয়ালি মডেল থানাকে মামলা আমলে নেওয়ারও নির্দেশনা দিয়েছেন। সাথে সাথে সাংবাদিক খায়রুল আলম রফিকের স্বাস্থ্য পরীক্ষার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি টেলিফোনে নিশ্চিত করেছেন আইনজীবী এডভোকেট শেখ আবু সাদাত মোহাম্মদ খায়ের ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: