হিন্দু প্রতিবেশীর মৃতদেহ সৎকারে কাশ্মীরের মুসলিমরা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১, ০৫:১৮ এএম
তুষারপাতে সাদা হয়ে গেছে ভারতের কাশ্মীর উপত্যকা। তাপমাত্রার পারদ ক্রমেই কমছে। বরফের রাস্তায় হাঁটতে গেলে পা ঢুকে যাচ্ছে, এক কোমর বরফ ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। কুয়াশার চাদরে দেখা যাচ্ছে না চারদিক। এ কঠিন পরিস্থিতিতে স্থানীয় হিন্দু পণ্ডিত পরিবারকে সাহায্যের হাত বাড়ালেন মুসলিম প্রতিবেশীরা। মানবধর্ম সবচেয়ে বড় ধর্ম। তা প্রমাণ করে দিলেন তারা। ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানায়, কাশ্মীরের সোপিয়ান জেলার কাশ্মীরি পন্ডিত ভাস্কর নাথ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনি বিকল হয়ে মৃত্যু ওই ব্যক্তির। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০। কিন্তু ভারী তুষারপাতের কারণ রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। শ্রীনগর থেকে পারগোচি যাওয়ার পথে আটকে যায়। সেই সময় গাড়ির চালক বাড়িতে ফোন করে জানায় , গাড়ি আর চলবে না। পন্ডিতে শবদেহ যথাস্থানে নিয়ে যেতে মানুষের কাঁধ লাগবে। সেই সময় মুসলিম প্রতিবেশীরাই এগিয়ে আসেন। পণ্ডিতের মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পথ হেঁটে সতকার স্থানে নিয়ে যান মুসলিম প্রতিবেশীরা। এদিকে সাম্প্রদায়িক সম্প্রতির এই উদাহরণ প্রকাশ্যে আসতে ভারতজুড়ে চলছে প্রশংসা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: