ফরিদপুরে ট্রাফিক ব্যবস্থায় ই-ফাইলিং চালু

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ১২:৪০ এএম
ফরিদপুরে ই-ফাইলিং ট্রাফিক ব্যবস্থা চালু কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর ফলে ট্রাফিক ব্যবস্থায় আরো একধাপে এগিয়ে ফরিদপুর। মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকালে জেলা শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর প্রেসকাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, ইউসিবিএল ব্যাংকের এমডি ওয়ালী হাসান, টিআই প্রশাসন তুহিন লস্করসহ অন্যান্য ট্রাফিক সার্জেন্ট ও পুলিশ সদস্যরা। এক সংপ্তি বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ব্যবস্থা কার্যকরী ভূমিকা পালন করবে এখন থেকে। তিনি বলেন, আপনারা ফরিদপুরের ট্রাফিক ব্যবস্থা যাতে ভালো থাকে তার জন্য ট্রাফিক পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আপাতত এ ব্যবস্থা চালু থাকলেও পরবর্তীতে বিভিন্ন থানায় এ ব্যবস্থার আওতায় আনা হবে। এ ব্যবস্থার ফলে গাড়ির মালিকরা ইউ ক্যাশ মাধ্যমে টাকা পরিশোধ করে পরিবহন চালাতে পারবেন। পর্যায়ক্রমে সমস্ত পরিবহন গুলোতেই এই ব্যবস্থা চালু করা হবে। তিনি এ ব্যাপারে সর্বস্তরের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এ কার্যক্রম সফল করতে ইউসিবিএল ব্যাংকের উদ্যোগে ২৬ টি মেশিন ট্রাফিক পুলিশকে হস্তান্তর করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: