সখীপুর পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ডিসি

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ১২:৪৮ এএম
আসন্ন ৩০ জানুয়ারির সখীপুর পৌরসভা নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা ও উপজেলা প্রশাসন। উপজেলা হলরুমে মঙ্গলবার (২৬ জানিয়ারি) দুপুরে মতবিনিময় সভায় টাঙ্গাইল জেলা প্রশাসক মো. আতাউল গনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, আসন্ন ৩০ জানুয়ারি পৌরসভার নির্বাচন যেকোনো মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এজন্য যা যা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে উপস্থিত সকল প্রার্থী ও সাংবাদিকদের আশ্বস্ত করেন জেলা প্রসাশক মো. আতাউল গনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, সার্কেল এসপি (টাঙ্গাইল দক্ষিণ) মো.আবদুল মতিন, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, ওসি একে সাইদুল হক ভূইয়া, নির্বাচন কর্মকর্তা আতাউল হক, ওসি তদন্ত এএইচএম লুৎফুল কবির, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সম্পাদক এনামুল হক, মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ছানোয়ার হোসেন সজীব, নাছির উদ্দিনসহ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মো. সানোয়ার হোসেন সজীব, বিএনপি মনোনীত প্রার্থী মো. নাসির উদ্দিন, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী পারুল আক্তার, নাজমা আক্তার, সাধারণ কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: