বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া কচ্ছপ ঠাঁই পেল বঙ্গবন্ধু সাফারী পার্কে

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ০১:০৬ এএম
বায়েজীদ আকন্দ, শ্রীপুর (গাজীপুর) থেকে: গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া তিনশত কচ্ছপের ঠাঁই হয়েছে। গত সোমবার সিঙ্গাপুর থেকে আসা কাচ্ছপগুলো শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে উদ্ধার করেন বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে মঙ্গলবার বিকেলে তা সাফারী পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকন বলেন, গত সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ সিঙ্গাপুর আসা একটি বিমান থেকে কচ্ছপগুলো আটক করে তাদের সংবাদ দিলে তাদের ইউনিট এসে মোট ১২টি বক্সে থাকা ৩৫০টি কচ্ছপ উদ্ধার করেন। পরে এ প্রাণীগুলো সাফারী পার্কে দেয়া হয়। তিনি আরো বলেন, এ ধরনের কচ্ছগুলো সাধারনত বিভিন্ন বাসা বাড়িতে একুরিয়ামে পালন করা হয়। বৈধভাবে আমদানীর সুযোগ থাকার পরও অবৈধভাবে আমদানী করায় বিমানবন্দর থাকায় মামলা দায়ের করা হয়েছে। সাফারী পার্কে কচ্ছপ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির,বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির উদ্দিন আকন, বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান প্রমুখ। পার্ক সূত্র জানায় পার্কের একুরিয়ামে দর্শনার্থীদের বিনোদনের জন্য এ প্রাণীগুলো রাখা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: