ইউপি সদস্যের নামে পার্সেলে আসলো চাইনিজ কুড়াল!

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ০৩:০৫ এএম
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ইউপি সদস্য ছাইদার রহামান সাকিবের নামে “রিডেক্স ডেলিভারী” নামের একটি হোম ডিলিভারী কুড়িয়ার সার্বিস থেকে চাইনিজ কুড়াল পার্সেলে আসে। আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধায় এ বিষয় নিয়ে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ১০নং শাহবন্দেগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ছাইদার রহামান সাকিব। জানাযায়, আজ মঙ্গলবার বিকেল ৩টা ২৬ মি: “রিডেক্স ডেলিভারী” হোম সার্বিসম্যান আল আমিন সেখ তার মোবাইল থেকে (০১৭৬২৪৯৯২৬--) মেম্বর ছাইদার রহমান সাকিবকে মোবাইলে কল করে তার পার্সেল আসছে বলে জানান। কিন্ত ছাইদার রহমান সাকিব সার্বিসম্যান আল আমিন সেখকে বলে আমি কোন পার্সেল ওয়ার্ড করিনি। বিকেল ৫টায় শেরপুর বাসষ্ট্যান্ড সাউদিয়া হোটেলের সামনে এসে আবার মেম্বরকে ফোন করে সেখানে আসতে বলে তার পার্সেলটি নিয়ে যেতে। সেখানে ছাইদার রহমান সাকিব আসলে তার হাতে পার্সেলের প্যাকেট দিলে সে খুলে দেখে চাইনিজ কুড়াল। তখন বিষয়টি নিয়ে থানায় গিয়ে সন্ধা ৭টায় একটি সাধারণ ডায়েরী করে এবং চাইনিজ কুড়ালটি থানা হেফায়তে রেখে আসে। এ বিষয়ে ১০নং শাহবন্দেগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ছাইদার রহমান সাকিব বলেন, আমি কোন কিছু ওর্ডার না করেও আমার নামে পার্সেলে চাইনিজ কুড়াল আসায় হতভম্ব হয়ে পড়ি। পরে সঙ্গে সঙ্গে শেরপুর থানায় একটি সাাধারণ ডায়েরী করি। আমাকে ফাসানোর জন্য কে এই কাজ করেছে। তাকে আইনের আওতায় আনা হোক। কেন এই কাজ করল। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। এ ব্যাপরে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: