বগুড়ায় আবার বিএনপির ৫ নেতা ও দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ০৩:১৭ পিএম
বগুড়ায় গাবতলী পৌরসভা নির্বাচনে বিএনপির দুই বিদ্রোহী এবং তাদের সমর্থক তিনজনসহ ৫ নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন- গাবতলী পৌর কৃষকদলের সভাপতি আইয়ুব হোসেন রাজু , পৌর যুবদলের সেক্রেটারী সাজেদুল আলম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল রেজা, বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল করিম এবং ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুজন আহমেদ। এদের মধ্যে গাবতলী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আইয়ুব হোসেন রাজু জগ প্রতীকে এবং নারিকেল গাছ প্রতীকে সাজেদুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বহিস্কারের কথা জানানো হয়। বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা এ কথা নিশ্চিত করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: