বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ১০:৫৬ পিএম
বুকে ব্যথা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্যথা বাড়লে কোনও ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। এর আগে, গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। তারপরেই তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক ক্যাপ্টেন। সেইসময় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। তাঁর বুকে দুটি স্টেন্ট বসানো হয়। সে সময় সৌরভকে দেখতে আসেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি । তিনি জানান, সৌরভের ফ্যামিলিগত হার্টের সমস্যা রয়েছে। সৌরভের বাবা চন্ডি গাঙ্গুলির মাত্র ৩৭ বছর বয়সেই তাঁকে বাইপাস সার্জারি করাতে হয়েছিল। তারপর ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান সৌরভ। নিজের বাড়িতে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: